Dynamic WordPress Website With Freelancing

বর্তমান যুগে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা যথেষ্ট নয়। নিজেকে উন্নত করতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যতই ডিজিটাল বিশ্বে এগিয়ে চলছি, ততই দক্ষতাকে সার্টিফিকেটের চেয়ে বেশি মূল্য দেওয়া হচ্ছে। দক্ষতা অর্জনই আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার আসল মাধ্যম।

আমি মো ঃ শাকিল খান , একজন এক্সপার্ট ওয়েভ ডিজাইনার এবং ডেভেলপার , ফ্রিল্যান্সার এবং রিমোট জব করে এই ইন্ডাস্ট্রিতে আছি দীর্ঘ ৭ বছর যাবত । দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্যাশন এবং শেখানোর ইচ্ছা থেকেই আমি এই কোর্সটি তৈরি করেছি। আমার লক্ষ্য হলো, যারা দক্ষতা অর্জন করে নিজের আয় এবং ক্যারিয়ার গড়তে চান, তাদের এই কোর্সের মাধ্যমে সাহায্য করা।

WORDPRESS এ শুধূ কাস্টোমাইজেশন নয় বরং কিভাবে একটি ডায়নামিক ফাংশনাল ওয়েব সাইট তৈরি করা যায় তাই হাতে কলমে শিখানো হবে এই কোর্সটিতে ।

আমাদের এই কোর্সে আপনি শিখবেন কীভাবে WordPress , Elementor , Crocoblock এবং বুহুল আলোচিত AI ব্যবহার করে কোনো রকম কোডিং জ্ঞান ছাড়াই ওয়েবসাইট ডিজাইন এবং ফাংশন বিল্ড করতে হয়। বেসিক থেকে শুরু করে একদম এক্সপার্ট লেভেল পর্যন্ত ধাপে ধাপে সবকিছুই শেখানো হয়েছে ।

  • ডোমেইন ও হোস্টিং কিনে ওয়েবসাইট লাইভ করা।
  • WordPress এর ফ্রন্ট এবং ব্যাক এন্ড সকল কিছু একই সাথে ।
  • WordPress এর এডভান্স ফাংশন ওয়েবসাইট কাস্টম তৈরি করা ।
  • কিভাবে AI ব্যাবহার করে আমরা ক্লাইন্টের ওয়েবসাইট আরোও প্রোডাক্টিভিটী করে তুলবো তার সকল সিক্রেট ।
  • মোবাইল এবং ট্যাবলেটের জন্য ওয়েবসাইট অপটিমাইজ করা।
  • সাধারণ ওয়েবসাইটকে ই-কমার্স সাইটে রূপান্তর করা।
  • আরোও ইন্টারইস্টীং অনেক কিছুই আছে যা পরিচিত প্যানেলে লিখা সম্ভব নয় এর জন্য জয়েন হতে হবে আমাদের ফ্রি এবং আমাদের কোর্সে ।

কোর্স শেষে আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে, যা ব্যবহার করে আপনি ফ্রিল্যান্সিং, চাকরি, বা নিজের ব্যবসা শুরু করতে পারবেন। তাছাড়া, ওয়েব ডিজাইনিং স্কিলের মাধ্যমে আপনি চারটি উপায়ে আয় করতে পারবেন:

  1. ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করে।
  2. নিজের ব্লগ বা পোর্টফোলিও ওয়েবসাইট থেকে।
  3. বিভিন্ন ওয়েব এজেন্সিতে চাকরি করে।
  4. নিজস্ব ই-কমার্স ব্যবসা শুরু করে।

এই কোর্সে সবকিছুই সহজ ভাষায় এবং হাতে-কলমে শেখানো হয়েছে, যাতে আপনি দ্রুত শিখে আয় শুরু করতে পারেন। WordPress এবং Web Designing বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং স্কিলগুলোর একটি, এবং এই দক্ষতার মাধ্যমে আপনি সর্বনিম্ন $100 থেকে $3000 পর্যন্ত আয় করতে পারবেন একটি ওয়েবসাইট ডেভেলপ করে।

আপনার আয় এবং ক্যারিয়ার গড়ার পথ সম্পূর্ণ নির্ভর করবে আপনার মনোযোগ, পরিশ্রম এবং নিয়মিত প্র্যাকটিসের উপর। তাই, আর অপেক্ষা কেন? আজই আমাদের কোর্সে ইনরোল করুন এবং নিজের স্কিল ডেভেলপ করে একজন দক্ষ ও সফল ওয়েব ডিজাইনার এবং একজন ফাংশনাল ডেভেলপার হিসেবে ক্যারিয়ার শুরু করুন!

প্রায়ই জিজ্ঞেস করা প্রশ্ন

আপনি এখনও কোর্সের সম্ভাব্য মডিউলগুলোর পুরোটা শিখে উঠতে পারেননি। আমাদের লক্ষ্য শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন নয়; এর পাশাপাশি কাস্টম ওয়েবসাইট তৈরি করা শেখানো।

এই কোর্সটি সম্পূর্ণ ভিন্নধর্মী, কারণ এটি কেবল সাধারণ কাস্টমাইজেশনের বাইরে গিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্টের আরও গভীরে নিয়ে যাবে। তাই আপনি এখানে বাস্তবিক এবং প্রফেশনাল লেভেলের দক্ষতা অর্জন করতে পারবেন।

চাকরি নিজে তৈরি করতে হয়। আমাদের এই কোর্সটি করার পর চাকরির ১০০% নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়, তবে আপনি লোকাল এবং মাল্টি-ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে নিজেকে প্রেজেন্ট করার দক্ষতা অর্জন করতে পারবেন। এছাড়া, টাকার বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, তবে আপনি কোর্স ফি দুইটি ধাপে দিতে পারবেন। প্রথম ১০টি ক্লাসের পর বাকি কোর্স ফি পরিশোধ করতে পারবেন।

 

মোবাইল দিয়ে লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না । প্র্যাকটিস করার জন্য অবশ্যই আপনাকে একটি ল্যাপটপ অথবা একটি ডেস্কটপ লাগবে ।

জ্বি, যেহেতু ক্লাস গুলো রেকর্ড করা হবে এবং আপনাদের কে তা দেওয়া হবে তাই রিসোর্সের লাইফ টাইম এক্সেস পাচ্ছেন।

জি ! অবশ্যই ।

আমাদের কোর্স মডিউল সাজানো হয়েছে বিগিনার ফ্রেন্ডলি ভাবে এতে করে যে কেউ আমাদের কোর্স প্রথম থেকে মনোযোগ সহকারে দেখলে এবং তা প্র্যাকটিস করলে সে নিজে হয়ে উথতে পারবে একজন দক্ষ ওয়েভ এক্সপার্ট ।

ভালো কাজ শিখতে প্রতিদিন কতটুকু সময় দেওয়া উচিত, সেটা নির্ভর করে আপনার উদ্দেশ্য এবং শেখার গতি অনুযায়ী। তবে সাধারণভাবে, যদি আপনি গভীরভাবে শিখতে চান এবং দক্ষতা অর্জন করতে চান, তাহলে প্রতিদিন ১-২ ঘণ্টা সময় দিলে বেশ ফলপ্রসূ হবে।

আপনার নিজস্ব শেখার স্টাইল এবং লক্ষ্য অনুযায়ী সময় বাড়ানো বা কমানো যেতে পারে।

কোর্সে যা যা পাবেন ।

হাতে কলমে জার্নি

একদম বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে আপডেটেড কারিকুলাম

রেকর্ডেড ভিডিও প্রোভাইড

প্রত্যেক লাইভ ক্লাস শেষে থাকছে আলাদা করে ক্লাস রেকর্ডেড ভিডিও

লাইফটাইম এক্সেস

প্রিরেকর্ডেড ভিডিও, রিসোর্স এবং ক্লাস রেকর্ডিং এ থাকবে লাইফ টাইম এক্সেস

কমিউনিটি সাপোর্ট

থাকুন প্রোগ্রেসিভ কমিউনিটির সাথে অলওয়েজ

সপ্তাহে এক্সট্রা সাপোর্ট

প্র্যাক্টিস করতে গিয়ে প্রবলেমে পড়লে লাইভ সাপোর্ট নিন সপ্তাহে এক্সট্রা ১দিন ক্লাসে

২৪/৬

প্রাইভেট গ্রুপ এক্সেক্স ,ওয়েব চ্যাট বক্স এবং ফোন-কলে পাবেন ২৪/৬ দিন সাপোর্ট

মার্কেটপ্লেস গাইডলাইন

ফ্রিলান্সার সকল মার্কেটপ্লেসে গ্রো করার সিক্রেট সকল গাইডলাইন।

জব মার্কেট গাইডলাইন

লোকাল এবং মাল্টি-ইন্টারন্যাশনাল কোম্পানিটে রিমোট জব করার প্রোপার গাইড-লাইন ।

রিএডমিশন

ফ্রিতে রি-এডমিশনের সুযোগ ।

পেমেন্ট মেথড

১ঃ পেমেন্ট মেথড কী কী?

আপনি সরাসরি Bkash, Nagad, Rocket, Visa, Mastercard, Debit and Credit কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।

২ঃ ডিসকাউন্ট কিভাবে পাবো?

আপনি ব্যাচে ভর্তি হওয়ার আগে এভেইলেবল প্রোমো কোড বসিয়ে এক্সপেক্টেড ডিসকাউন্ট পেতে পারেন।

৩ঃ আমার লেনদেনের হিসাব থাকবে কী?

আপনার ড্যাশবোর্ডে আপনি প্রোফাইল থেকে ট্রাঞ্জেকশন ট্যাবে ক্লিক করে লেনদেন দেখতে পারবেন।

কোর্স ফি : 1499 ৳

কোর্সটি করতে আপনার যা দরকার হবে।

✅ একটি ল্যাপটপ / ডেস্কটপ

✅ ইন্টারনেট কানেকশন

✅ কোন রকমের পূর্বের অভিজ্ঞতা এর প্রয়োজন নেই। আমরা সমস্ত কনটেন্ট বেসিক থেকে শিখাবো

✅ ইন্টারনেট এবং একটি ডিভাইস হলেই আপনি এই কোর্সটি শিখা শুরু করতে পারবেন, তবে সবচেয়ে বেশি প্রয়োজন আপনার ইচ্ছে এবং মনোযোগ

কোর্সটি যাদের জন্য?

যারা ঘরে বসেই সহজ উপায়ে নিজের আয় / রিমোট জব অথবা ফ্রিলান্সিং শুরু করতে চান, বেসিক থেকে ওয়েব ডিজাইন এবং ডায়নামিক ফাংশনালিটি শিখতে চান এবং একজন দক্ষ ওয়েব ডেভেলপের হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য আমাদের এই কোর্সটি বিশেষভাবে উপযোগী।

আমি এডমিশন হতে চাই